ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ পাচারকারী আটক ৫০ হাজার ইউএস ডলারসহ পাচারকারী আটক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শনিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলসি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আক্তারুল বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপনে খবর আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে বিকেলে খলসি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপরে পাচারকারীর মোটরসাইকেল গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় ৪২ লাখ টাকা।

২১ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সৈয়দ সোহেল আহম্মদ বাংলানিউজকে জানান, জব্দকৃত ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এজেডএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।