ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজনাথ সিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার (১৪ জুলাই) গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
সাক্ষাতে সন্ত্রাস নির্মূলে পারস্পরিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


 
পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
 
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
 
এক্ষেত্রে বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা সমাধানের সফলতার কথা উল্লেখ করেন তিনি।
 
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার ভূখণ্ডের কোনো অংশ অন্য কোনো দেশের উপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার হতে দেবে না।
  
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন সময় ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন রাজনাথ সিং।
 
বাংলাদেশের ৭ দশমিক ৭৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, সম্ভবত এটা বিশ্বে এখন সর্বোচ্চ প্রবৃদ্ধি।
 
সন্ত্রাসবাদের মতো সমস্যা সমাধানে আঞ্চলিক সংলাপের উপর জোর দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
 
এক্ষেত্রে কয়েকটি দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
 
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন রাজনাথ।
 
রাজনাথের সঙ্গে বৈঠকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজ রাজ শর্মাও উপস্থিত ছিলেন।
 
অন্যদের মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুখ্য সচিব নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও ফরহাদ উদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
 
এর আগে শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন রাজনাথ সিং।
 
রোববার (১৫ জুলাই) ঢাকায় ষষ্ঠ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠবে অংশ নেবেন রাজনাথ সিং।
 
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয় এবং জাল মুদ্রা, মাদক ও মানবপাচারের দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
 
এর আগে ২০১৬ সালে নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।