ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হওয়ার ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

শনিবার (১৪ জুলাই) সকাল ৯টায় থেকে তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যু হয়।

চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ।  ছবি: বাংলানিউজ এ ঘটনার জের ধরে শনিবার (১৪ জুলাই) সকালে সিটি করপোরেশনের তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ফের যান চলাচল শুরু হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় একঘণ্টা পর যান চলাচল শুরু হয়। মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।