ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে চোলাই মদসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
দিনাজপুরে চোলাই মদসহ আটক ৫

দিনাজপুর: দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অশীদ রঞ্জন কুন্ডু (৭০) নামে এক মাদক বিক্রেতাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক অশীদ রঞ্জন কুন্ডু একই এলাকার মৃত মনোরঞ্জন কুন্ডু।  

শুক্রবার (১৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, আটক অশীদ রঞ্জন কুন্ডু দীর্ঘদিন থেকে দেশীয় চোলাই মদের ব্যবসা করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অশীদ রঞ্জন কুন্ডুসহ চারজন সেবনকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। অশীদ রঞ্জন কুন্ডুর বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া চারজন মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।