[x]
[x]
ঢাকা, সোমবার, ২ আশ্বিন ১৪২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮
bangla news

বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ১০:১৪:৫৫ এএম
মানচিত্র

মানচিত্র

রংপুর: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে আল-আমিন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে পৌরশহরের যমুনেশ্বরি নদীর মুন্সিপাড়া বাঁধের ঘাট এলাকা থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। আল-আমিন পৌরশহরের বালুয়াভাটা মহল্লার ব্যবসায়ী আবু হানিফের বড় ছেলে বদরগঞ্জ ওয়ারেছিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মুন্সিপাড়া মহল্লায় নানার বাড়িতে বেড়াতে যায় আল-আমিন। সেখানে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। 

খবর পেয়ে বদরগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

আল-আমিনের নানা আনিছুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আল-আমিন সাঁতার জানত
না এ কারণে সে নদীতে নামার সঙ্গে সঙ্গে পানির গভীরে তলিয়ে যায়। আল-আমিনকে হারিয়ে আমরা সবাই শোকাহত।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার শফিকুল ইসলাম জানান, নিখোঁজের আড়াই ঘণ্টা পর আমরা আল-আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনএইচটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa