ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা আলুটিলার একটি বাগানে গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জ্ঞানেন্দু চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে নিজেদের কর্মী বলে দাবি করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত খীসা গ্রুপ)।
 
 

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আলুটিলা নামক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।

 

এ হত্যাকাণ্ডে জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী অংশকে দায়ী করেছে ইউপিডিএফ-প্রসিত গ্রুপ।
 
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার চন্দ্র কিরণ ত্রিপুরা বাংলানিউজকে বলেন, বিকেল ৫টার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে খোঁজাখুঁজি করে আলুটিলার পুনর্বাসন এলাকা সংলগ্ন একটি বাগানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।
 
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ ঘটনার জন্য জেএসএস-সংস্কারকে দায়ী করে বলেন, ‘জ্ঞানেন্দু সাংগঠনিক কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী নির্বিচারে তার ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। ’
 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।  

এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।