[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

শিমুলিয়ায় কমতে শুরু করেছে গাড়ির চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ৭:৫৮:১৪ এএম
ঘাট পারের অপেক্ষায় যানবাহন। ছবি: বাংলানিউজ

ঘাট পারের অপেক্ষায় যানবাহন। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা গাড়ির চাপ কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

>>>আরও পড়ুন...শিমুলিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত, পারের অপেক্ষায় ৪০০ গাড়ি

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, লৌহজং টার্নিং পয়েন্টে তিন কিলোমিটার ডাউনে নতুন চ্যানেল দিয়ে বেশি সময় নিয়ে ফেরি চলাচল করে। পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ভোরে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   শিমুলিয়া ঘাট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa