ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা: খুলনা নগরীর দোলখোলা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ের ৭টার দিকে তাকে ছুরিকাঘাত করা হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তখন কর্তবরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন বাংলানিউজকে বলেন, কে বা কারা নগরীর দোলখোলা এলাকায় মেহেদীকে ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

তিনি নগরীর বাগমারার সোনামনি স্কুলের পাশের গলির মো. মামুন হাওলাদারের ছেলে। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সোনালী সেন।

মামুন হাওলাদার জানান, মেহেদী বয়রার সা‌জেস টেক‌নিক্যাল ক‌লে‌জের ক‌ম্পিউটার বিভা‌গের প্রথম ব‌র্ষের ছাত্র ছি‌লেন। সন্ধ্যায় বাসায় ফোন ক‌রে তাদের জানা‌নো হয় মে‌হেদী অসুস্থ অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি আ‌ছে। খবর পে‌য়ে হাসপাতা‌লে এ‌সে ছে‌লের মরদেহ দেখ‌তে পান তি‌নি।
 

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ