ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দর্শনা চেকপোস্টে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
দর্শনা চেকপোস্টে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ২ আটক দীপক মণ্ডল ও প্রভাত মল্লিক। ছবি বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে দুই কেজি ৫৯৪ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা দল। 

বুধবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-ঢাকার নবাবগঞ্জ উপজেলার চান্দামাত্রা গ্রামের দীপক মণ্ডল (৫১) ও একই গ্রামের প্রভাত মল্লিক (৪৫)।

 

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সেলের উপ-পরিচালক মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দলের আট সদস্যের একটি দল দর্শনা আইসিপি চেকপোস্টে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে ভারতগামী পাসপোর্টধারী দুই যাত্রী দীপক ও প্রভাতকে আটক করে দেহ তল্লাশি করলে এ সোনা পাওয়া যায়।  

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।  

এ ঘটনায় শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাজিবুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।