ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
টঙ্গীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর সুইজগেট এলাকায় তুরাগ নদে পানিতে ডুবে রাজন মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ জুলাই) বিকেলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাজনের মরদেহ উদ্ধার করে। নিহত রাজন নোয়াখালীর চাটখিল  উপজেলার সুন্দরপুর এলাকার নাজির মিয়ার ছেলে।

রাজনের পরিবার টঙ্গীর সুইসগেট এলাকায় ভাড়া থাকেন।  

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে রাজন সহপাঠীদের সঙ্গে তুরাগ নদে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল আধা ঘণ্টা চেষ্টার পর রাজনকে উদ্ধার করে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮ 
আরএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad