ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে ২ কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ঢামেকে ২ কয়েদির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এক কয়েদিকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সকালে আরেক হত্যা মামলার কয়েদিকে মৃত ঘোষণা করা হয়।

মৃতরা হলেন, অহির উদ্দিন খান (৫৮) ও নাদিম (৫৮)।

কারারক্ষী মাসুদ রানা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১০ জুলাই) রাজশাহী থেকে অহিরকে চিকিৎসার জন্য ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে বুধবার সকালে তাকে নিয়ে যাওয়া হয় মহাখালীর একটি ক্যান্সার হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মেডিকেল চেকআপ করানোর জন্য ঢামেকে পাঠান। শেষপর্যন্ত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঢামেকে ডিউটিরত কারারক্ষী হানিফ বাংলানিউজকে বলেন, নাদিম চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। এর আগে নাদিম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্ট্রোক করেন। পরে দ্রুত হাসপাতালে আনা হয়।

মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।