ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ: ১৭ ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নেওয়ার পরে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (৮ জুলাই) রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ‘২৫২ নম্বর দেওয়ানগঞ্জ লোকাল’ নামের একটি ট্রেন নগরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের কারণে এ দুর্ঘটনা ঘটে।

রেল লাইন পার হওয়ার সময় মোটরসাইকেল অচল হয়ে গেলে চালক ট্রেন আসতে দেখে সরে যান। আর তার মোটরসাইকেল ট্রেনের নিচে আটকে যায়। ওই অবস্থায় ট্রেন প্রায় ৩০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।