ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার, তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার, তদন্ত কমিটি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ রেলগেট এলাকায় লাইনচ্যুত জামালপুর থেকে ছেড়ে আসা ‌‘২৫২ নম্বর দেওয়ানগঞ্জ লোকাল’ ট্রেনের ইঞ্জিন অবশেষে উদ্ধার করেছে রিলিফ ট্রেন।

সোমবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম।

তিনি জানান, রিলিফ ট্রেনের মালামাল উদ্ধার ও স্লিপার মেরামতের কাজ চলছে।

ঘণ্টাখানেকের মধ্যে ময়মনসিংহ-জামালপুর রেলরুট সচল হবে।

তিনি আরও জানান, এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার (৮ জুলাই) রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি নগরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের কারণে এ দুর্ঘটনা ঘটে। রেল লাইন পার হওয়ার সময় মোটরসাইকেল অচল হয়ে গেলে চালক ট্রেন আসতে দেখে সরে যান। আর তার মোটরসাইকেল ট্রেনের নিচে আটকে যায়। ওই অবস্থায় ট্রেন প্রায় ৩০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।