ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াই কোটি টাকার ভারতীয় ট্যাবলেটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
আড়াই কোটি টাকার ভারতীয় ট্যাবলেটসহ আটক ২

ফেনী: ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) যৌথ অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে। 

রোববার (৮ জুলাই) বিকেলে শহরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- মো. আবদুর রহমান রিপন (২৮) ও মো. কাজী নিয়ামত উল্লাহ (৬০)।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ টহলদল ফেনী শহরের এসএসকে রোড এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ এক লাখ ১৯ হাজার ৪শ পিস ‘টার্গেট’ ট্যাবলেট ও এক লাখ ২৪ হাজার ৬শ পিস ‘সেনেগ্রা’ ট্যাবলেট জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৪৪ লাখ টাকা।  

মালামাল বুকিং করার সময় ওই নিষিদ্ধ ট্যাবলেটের মালিক মো. আবদুর রহমান রিপন ও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস ফেনীর ম্যানেজার মো. কাজী নিয়ামত উল্লাহকে আটক করা হয়। তাদের ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।