ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আন্দোলনকারীদের ওপর হামলায়’ জার্মানির উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
‘আন্দোলনকারীদের ওপর হামলায়’ জার্মানির উদ্বেগ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ‘হামলায়’ উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে জার্মানির দূতাবাস।

বুধবার (৪ জুলাই) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ইউরোপের দেশটির দূতাবাস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে ‘আন্দোলনকারীদের ওপর আক্রমণে’ উদ্বেগ প্রকাশ করছে জার্মানি।

এ দেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মতপ্রকাশের অধিকার রয়েছে।  

এ ধরনের ঘটনা বাংলাদেশের নীতি ও আইনের শাসনের পরিপন্থি বলেও উল্লেখ করা হয় জার্মান দূতাবাসের বিবৃতিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর হামলাও হয়েছে। তবে এই আন্দোলনে স্বাধীনতাবিরোধী শক্তির ইন্ধন রয়েছে বলে মনে করে সরকার।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad