ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক পতাকা বৈঠকে দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৪ জুলাই) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ মো. আনিসুল হক, নওগাঁর পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খিজির খান, হাটখোলা ক্যাম্প কমান্ডার আলী আজম উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট মাসুদ মোহাম্মদ, অতিরিক্ত পরিচালক শ্রী প্রকাশ চন্দ্র রায়, চকগোপালপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী জেসমির সিং, মাথুরাপুর ক্যাম্প কমান্ডার শ্রী এসি কিশোর খুড়ম্সহ বিজিবি-বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।