ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিমানবন্দরে বাসের ধাক্কায় পাঠাও যাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
বিমানবন্দরে বাসের ধাক্কায় পাঠাও যাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর গোল চত্বরে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় নাজমুল হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, পাঠাও চালক তার যাত্রী নিয়ে গোল চত্বর দিয়ে যাওয়ার সময় একটি বিআরটিসি দ্বিতল বাস ধাক্কা দেয়।

এতে পাঠাও চালকের যাত্রী নাজমুল হাসান ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও জানান, দুর্ঘটনায় পাঠাও চালক সামান্য আহত হয়েছেন। নিহত নাজমুল হাসান একটি প্রাইভেট কোম্পানিকে চাকরি করতেন। সকালে দক্ষিণখান মোল্লারটেকের বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।