ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাচারকালে ২২৫ লিটার ডিজেলসহ ২ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
পাচারকালে ২২৫ লিটার ডিজেলসহ ২ বাংলাদেশি আটক আটক ব্যক্তিরা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তে ২২৫ লিটার ডিজেল ও একটি ব্যাটারিচালিত অটোবাইকসহ দুই বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের মাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের রুহুল আমিন (৪৬)।

সোমবার (০২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে তাদের আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিকেলে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পথে আটক করে বিজিবির টহলদল।

উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে কাশিপুর টহলরত একদল বিজিবি আন্তজার্তিক মেইন পিলার নম্বর ৯৪৩ এর সাব পিলার নং ৩ এস থেকে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই চোরাকারবারীকে আটক করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২২৫ লিটার ডিজেল ও একটি ব্যাটারিচালিত অটোবাইকসহ দুই বাংলাদেশি চোরাকারবারীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।