ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিক নির্বাচনে ৬৩ নারী প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
সিসিক নির্বাচনে ৬৩ নারী প্রার্থী

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩ জন নারী প্রার্থী। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলানিউজকে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামন জানান, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়নপত্র নিলেও জমা পড়েছে ৬৩টি।


 
সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ নারী কাউন্সিলর প্রার্থী। তারা হলেন- বর্তমান নারী কাউন্সিলর কুহিনুর ইয়াসমিন ঝর্ণা, সাবেক কাউন্সিলর সালমা সুলতানা, আছিয়া বেগম, দিলরুবা ইসলাম, সন্ধ্যা লক্ষ্মী দে, রত্মা বেগম ও মুক্তা চৌধুরী।
 
সংরক্ষিত ২নং ওয়ার্ডের ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর জানানারা খানম মিলন, সেলীনা রাজা, কুলসুমা বেগম পপি, রুনা বেগম,  রেহানা বেগম শিরিন, আমিনা কায়সার ও  আকতারুন নেছা বেগম।  
আর বর্তমান নারী কাউন্সিলর রেবেকা বেগম, ফেরদৌস আরা, মোছা. মিতা বেগম, রেবেকা জাহান, রেশমা বেগম, শ্যামলী সরকার, রোকসানা খানম ও আলিমুন সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর মাসুদা সুলতানা ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন রুহেনা খানম মুক্তা, রোজিনা আক্তার ও সালমা আক্তার।
 
সংরক্ষিত ৫নং ওয়ার্ডে ৬জন প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। তারা হলেন- বর্তমান নারী কাউন্সিলর শাহানা বেগম সানু, খালেদা বেগম হেনা, খোরশেদা আক্তার বিউটি, পাপিয়া চৌধুরী, ধীবারানী দে ও পারুল মজুমদার।
 
সংরক্ষিত ৬নং ওয়ার্ডে ৭জন প্রার্থীর মধ্যে বর্তমান নারী কাউন্সিলর শাহানারা বেগম, রেহেনা ইয়াসমিন, রোকসানা আক্তার জলি, কামরুন নাহার চৌধুরী, সিমলী বেগম, ইন্দ্রনী সেন ও ফাতেমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।  
 
সংরক্ষিত ৭নং ওয়ার্ডে ১০জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- বর্তমান নারী কাউন্সিলর শামীমা স্বাধীন, সাবেক নারী কাউন্সিলর নাজনীন আক্তার কনা, ক্ষমা রানী দে, মাহমুদা নাজিম রুবি, ডায়না বেগম (সুমাইয়া), নার্গিস সুলতানা, শিবানী দেব রায়, মুক্তা বেগম, নাসরীন ইসলাম ও স্বপ্না বেগম।
 
সংরক্ষিত ৮নং ওয়ার্ডের ৬ জনের মধ্যে বর্তমান নারী কাউন্সিলর হেনা বেগম, সালেহা কবীর সেপী, শারমিন আক্তার রুমি, জ্যোৎস্না ইসলাম, রেবেকা আক্তার লাকী ও রিনা বেগম।
 
সংরক্ষিত ৯ নং ওয়ার্ডে ৬ জনের মধ্যে বর্তমান নারী কাউন্সিলর ছামিরুন নেছা, আছমা বেগম, অ্যাডভোকেট রোকশানা বেগমশাহনাজ, পারভীন বেগম, রুবি বেগম, নাছিমা চৌধুরী, লিজা আক্তার ও আছমা বেগম।

৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।  
 
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।