ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
কক্সবাজারে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক কক্সবাজারে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠকে শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিজিবির আঞ্চলিক সদর দফতরে এ বৈঠক শুরু হয়।  বৈঠক দুপুর ২টা পর্যন্ত চলবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নয় সদস্যের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিবুল্লাহ।

মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির মংডু আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও।

বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, সীমান্তে নিয়মিত যৌথ টহল, ইয়াবা প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে।  

এরপর সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।