ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
রাজবাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ সান্টু হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৭ জুন) দুপুরে জেলা সদরের চরবাগমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাঁওতা কারিগরপাড়ার মৃত আব্দুল রহমানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, দুপুরে হোরোইন নিয়ে আখি তোহা নামে একটি বাসে করে কুষ্টিয়া থেকে গোয়ালন্দ ঘাটের দিকে আসছিলেন সান্টু হোসেন। খবর পেয়ে চরবাগমারা এলাকার ব্যাপারী সুপার মার্কেটের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সান্টু হোসেনের কাছে ৬০০ গ্রাম হোরোইন পাওয়ায় তাকে আটক করা হয়।  

এ ঘটনায় সান্টু হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।