ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
গাজীপুরে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২ .

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে পৃথক ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- মো. জিল্লুর রহমান মুকুল (৪০) ও  নাহিদুল ইসলাম নাহিদ (১৮)।

আহত মুকুল জিসিসি’র ৩৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।  

সূত্রে জানা গেছে, ৩৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান মুকুলের সমর্থক হাজী মুসা জানান, দুপুরে ৩৮ নম্বর ওয়ার্ডে বাদশা মিয়া অগ্রণী বিদ্যালয় কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী হাজী মনিরুজ্জামান মনিরের সমর্থকরা কেন্দ্রের ভেতর মুকুলের সমর্থকদের ওপর হামলা করে। এতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় কাউন্সিলর প্রার্থী মুকুল আহত হন।  ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা হাইস্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় আহত হন নাহিদ। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত জিল্লুর রহমান মুকুল ও নাহিদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।