ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেষ পর্যন্ত থাকতে চাই, বয়কট করবো না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
শেষ পর্যন্ত থাকতে চাই, বয়কট করবো না বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

গাজীপুর সদর থেকে: গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) ভোটগ্রহণ ‘এখনই বন্ধ’র দাবি জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই, বয়কট করবো না। 

ভোটগ্রহণের দিন অর্থাৎ মঙ্গলবার (২৬ জুন) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।  

হাসান সরকারের দাবি, শতাধিক কেন্দ্রে অনিয়ম-দুর্নীতি হয়েছে।

এ অবস্থায়, নির্বাচন কমিশনের কাছে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন>>
** 
জিসিসি নির্বাচন: ইভিএমে খুশি ভোটাররা 

তার অভিযোগ, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে। কমিশনের উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা।

ভোট বন্ধ করা না হলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট বন্ধ না হলে শেষ সময় পর্যন্ত নির্বাচনে লড়ে যেতে চাই। মানুষকে বলতে চাই, আমি বয়কট করবো না।

এর আগে সকালেও ভোট দিয়ে নির্বাচনে অনিয়মের আশঙ্কা করেছিলেন হাসান সরকার। তিনি বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে আমি জয় পাবো।  

পরে বিএনপি অফিস থেকে বেরিয়ে বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ভোট বন্ধের আবেদন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।