ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিক্ষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিক্ষকের মাহবুবুল হকের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরে গরুবোঝাই একটি পাওয়ার ট্রিলারের (ট্রলি) ধাক্কায় মীর মাহবুবুল হক (৪২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুন) বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হক সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষকতার কারণে তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর শহরের বসবাস করে আসছিলেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বাংলানিউজকে জানান, বিকেলে স্কুল ছুটি দিয়ে মাহবুবুল হক মোটরসাইকেলে করে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। পথে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজার এলাকায় এলে গরুবোঝাই একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।