[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৩ আশ্বিন ১৪২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মুলাদীতে ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২৫ ১১:০৬:৩১ এএম
মুলাদীর মানচিত্র

মুলাদীর মানচিত্র

বরিশাল: বরিশালের মুলাদীতে বাড়ির পাশের ডোবায় পড়ে মোমিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মোমিন উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জিলাম মৃধার ছেলে।

সোমবার (২৫ জুন) দুপুরে বসতঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, সবার অজান্তে বসতঘরের পাশের ডোবায় পড়ে যায় মোমিন। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে  উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa