ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল নদী বন্দরে বিকল গ্রীন লাইন-৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বরিশাল নদী বন্দরে বিকল গ্রীন লাইন-৩ বিকল গ্রীন লাইন-৩

বরিশাল: বরিশাল নৌবন্দরে ক্যাটামেরান টাইপ ‌দিবা সার্ভিসের জাহাজ গ্রীন লাইন-৩ বিকল হয়ে পড়েছে। এতে ওই ওয়াটার ওয়েজের ৬০০ যাত্রী বিপাকে পড়েছে।

শুক্রবার (২২ জুন) বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল ৩টায় গ্রীন লাইন ছাড়ার কথা থাকলেও ইঞ্জিনে সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি।

গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ব্যবস্থাপক আব্দুস ছত্তার বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে দুপুর ২টায় পৌঁছায় গ্রীন লাইন-৩।

এরপর বিকেল ৩টার দিকে যাত্রীদের নিয়ে রওয়ানা দেওয়ার সময় ইঞ্জিন চালু না হওয়ায় বিপাকে পড়তে হয়। পরে জানা যায় ইঞ্জিনের মধ্যে হাওয়া ঢুকেছে। যে কারণে ইঞ্জিন চালু হচ্ছে না।  

তিনি বলেন, চাঁদপুরে ওয়াটার ওয়েজ গ্রীন লাইন-২ রয়েছে। সেটা রাত ৯টার দিকে বরিশালে পৌঁছাবে। গ্রীন লাইন-২ এখানে আসার পর যাত্রীদের এটিতে করে বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।  

এর মধ্যে যারা টিকিট ফেরত দিয়েছেন, তাদের টিকিট ফেরত নেওয়া হয়েছে বলেও জানান ব্যবস্থাপক আব্দুস ছত্তার।

বাংলা‌দেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।