ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোতয়ালীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৮
কোতয়ালীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৪ মাদকবিরোধী অভিযানে আটক ২৪। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কোতোয়ালী থানার রাজার দেওরী, শাখারী বাজার ও বাসাবাড়ি লেন সুইপার কলোনী এলাকায় এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, রাজধানীজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও ডগ স্কোয়াড টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ২৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা, ২ হাজার ৫০০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ লিটার বাংলা মদ ও ৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রাখার কথাও জানান ডিসি ইব্রাহিম খান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।