ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কের পাশে কোরবানির হাট ইজারা না দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৮
মহাসড়কের পাশে কোরবানির হাট ইজারা না দেওয়ার নির্দেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: কোরবানির পশুরহাট সড়ক-মহাসড়কের পাশে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এজন্য এখনই সারাদেশের সব সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু সচিব নজরুল ইসলামকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বুধবার (২০ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, কোরবানির ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। এবারের ঈদে স্বস্তি দিতে পেরেছি, শান্তি দিতে তো পারিনি। অনেক কর্মকর্তা বাসায় থেকে মোবাইল ফোনে মাঠে আছি, কাজ ভালো হচ্ছে, রাস্তায় সমস্যা নেই বলে জানান। এতে ঈদের ছুটি বাতিলের সফলতা পাওয়া যায়নি। এখন ফোন ট্র্যাক করলে জানা যায় ঠিক কে কোথায় আছেন। এসব করবেন না। ধরা পড়ে যাবেন।

কোরবানির ঈদ সম্পর্কে কাদের বলেন, এখনই প্রস্তুতি নিতে হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বর্ষা দীর্ঘায়িত হবে। ধারাবাহিক ভারী বর্ষণ হবে। ফলে সংস্কার করা রাস্তা আবার ভেঙ্গে যেতে পারে। নতুন রাস্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানেই যখন সড়ক ক্ষতিগ্রস্ত হবে, তখনই সংস্কার করতে হবে। পরের দিনের জন্য ফেলে রাখা যাবে না।

পশুর হাট সম্পর্কে নির্দেশনায় মন্ত্রী বলেন, এখনই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। হাটের স্থান চূড়ান্ত হলে, ইজারা দেওয়া হয়ে গেলে জটিলতা তৈরি হয়। হাট তোলা যায় না। মোট কথা সবাইকে এ কথা পৌঁছে দিতে হবে, সারাদেশের সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না।

পশুবাহী গাড়ি যেনো ফিটনেসবিহীন না হয় এবং বিকল গাড়ি সরানোর জন্য ভারী রেকার যোগাড়ের ও নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। পশুবাহী বিকল গাড়ি রেকার সংকটে সরাতে না পারায় যানজটের সৃষ্টি হয় বলেও জানান তিনি

কোরবানির প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকার তৃণমূলের সঙ্গে বৈঠক করে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে যানজটরোধে সম্পৃক্ত করবেন বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।