ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, নিরাপত্তাকর্মীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের বাড়েন্ডা এলাকায় পারপেল ফ্যাব্রিক্স লিমিটেডে পোশাক কারখানায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এসময় হামিদুল ইসলাম (৪৫) নামের নিরাপত্তাকর্মী মারা গেছেন।



চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রাত সোয়া দু’টার দিকে সশস্ত্র ডাকাতরা কারখানার পশ্চিম পাশের সীমানা প্রাচির টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মী হামিদুল ইসলাম (৪৫), সবেদ আলী (৪৩), সিরাজুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন (৪৩) ও  খোরশেদ আলমকে (৪০) হাত-পা বেঁধে মুখে স্কচটেপ দিয়ে আটকে দেয়।

এদের মধ্যে হামিদুল ইসলাম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার ঝৈলতলী গ্রামে।

তিনি আরও জানান, ডাকাতরা কারখানার ভেতর থেকে সুতা, ফেব্রিক্স ও ১টি কম্পিউটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত অন্য নিরাপত্তাকর্মীদের  উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।