ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়াতে আব্দুল মাজেদ নামে এক ব্যক্তির মারধরে তার স্ত্রী আসমা আক্তার শিমুর (৩৪) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জুন) বিকেল ৫টায় ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিকেল অফিসার ডা. ফিরোজ তাকে মৃত ঘোষণা করেন।

ফল ব্যবসায়ী আব্দুল মাজেদ দনিয়া এলাকার অন্বেশা গলিতে ১০তলা একটি ভবনের ৫ম তলার বাসায় তার ভাই স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

 

ডা. ফিরোজ বাংলানিউজকে বলেন, নিহত গৃহবধূর শরীরে মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শিমুর জ্যাঁ সেলিনা বাংলানিউজকে বলেন, শুক্রবার দুপুরে শিমুর হাত থেকে মাজেদের ভাইয়ের মেয়ের গায়ে গরম চা পড়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটির জেরে মাজেদ শিমুকে মারধর করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।