ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে পেট্রোল ঢেলে বাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর মডেল কলেজের প্রতিষ্ঠাতা আব্বাসউদ্দিন খানের বাড়িতে শুক্রবার রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার য়তির কথা জানিয়েছেন বাড়ির মালিক।



প্রত্যাদর্শীরা জানান, রাত ১টার দিকে দুবৃত্তরা পেট্রোল ঢেলে আব্বাস খানের বাঙলো বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়লে আসবাবপত, ঘরে রাখা প্রায় ৫শ’ মণ ধান ও অন্যান্য শস্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস রাত ২টায় ঘটনার স্থলে পৌঁছে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির পাশ থেকে একটি পেট্রোলের বোতল উদ্ধার করেন এলাকাবাসী।

আব্বাস উদ্দিন খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘দুর্বৃত্তদের আগুনে আমার প্রায় ৫০ লাখ টাকার য়তি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।