ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কয়েক হাজার পরিবারের ঈদ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
বরিশালে কয়েক হাজার পরিবারের ঈদ শুক্রবার ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার শুক্রবার (১৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারা শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করবেন। যার জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন এ অনুসারীরা।

এর আগে গত ১৫ মে চাঁদ দেখার ভিত্তিতে সেহেরি খেয়ে একদিন আগে ১৬ মে থেকে প্রথম রোজা শুরু করেছিলেন তারা। সেক্ষেত্রে বৃহস্পতিবার (১৪ জুন) ৩০ রোজা পূর্ণ এবং ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ঈদ নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান।

শুক্রবার বরিশাল সিটি করপোরেশন এলাকার তিনটি জামাতের মধ্যে প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় ২৩নং ওয়ার্ডের ‘তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ’ প্রাঙ্গণে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আবদুল আলীম।

অন্যদিকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রধান ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে শাপলাখালীস্থ শাহ্সুফি মমতাজিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায়। তাতেরকাঠি দরবারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।

এছাড়াও ঝালকাঠিতে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। ফলে ওই সব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।  

বাংলা‌দেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।