[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ১০:৩৯:০০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে ইমন মিয়া (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৩জুন) সন্ধ্যায় সে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয়।

ইমন উপজেলার কামারচাক ইউনিয়নের হাদিকরাইয়া গ্রামের মিসবা মিয়ার ছেলে।

কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ইমন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মনু নদের ভাঙনের ফলে সৃষ্ট প্লাবনে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বিকেলে মৌলানা একলাছুর রহমানের বাড়ির পাশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache