[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

ময়মনসিংহে প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ১০:০৯:১০ এএম
আঞ্জুমান ঈদগাহ মাঠ। ছবি: বাংলানিউজ

আঞ্জুমান ঈদগাহ মাঠ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বরাবরের মতো এবারো ময়মনসিংহের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে আঞ্জুমান ঈদগাহ মাঠে।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

এসময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার (১৫ জুন) চাঁদ দেখা গেলে পরদিন শনিবার (১৬ জুন) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ওইদিন ঈদ হলে সকাল সাড়ে ৮টায় এ ঈদগাহে প্রধান জামাত এবং সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দু’জামাতেই হাজার হাজার মুসল্লি শরীক হবেন।

তিনি আরো জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ করছে পৌরসভা।

সূত্র জানায়, আঞ্জুমান ঈদগাহ মাঠ ছাড়াও আরো বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে নগরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মার্কাস মসজিদে সকাল সাড়ে ৭টায়, শহরের ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে সকাল ৮টায়, গুলপুকুরপাড় আহলে হাদিস মসজিদে সকাল সাড়ে ৮ টায়, শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ জেলা জাকের পার্টির উদ্যোগে মুক্তাগাছার কালিবাড়িতে খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্স মসজিদ, নান্দাইলের চণ্ডিপাশা ও গৌরীপুরে সকাল সাড়ে ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি শহীদুল্লাহ খান।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমএএএম/আরবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ঈদ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache