ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁদপুর সেমাই কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
চাঁদপুর সেমাই কারখানাকে জরিমানা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি

চাঁদপুর: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে আলম বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে পুরাণ বাজার নিতাইগঞ্জ রোডে ওই বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রমজান মাস শুরু হলেই এ এলাকায় সেমাই তৈরি শুরু হয়। গত মাসেও একবার অভিযান পরিচালনা করে আলম বেকারিসহ আরও দু’টি বেকারিকে অর্থদণ্ড করে পরবর্তীর জন্য সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়।  

এ বেকারিটি আগের মতোই নোংরা পরিবেশ সেমাই তৈরি ও গুলগতমান ঠিক না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।