[x]
[x]
ঢাকা, সোমবার, ৩০ আশ্বিন ১৪২৫, ১৫ অক্টোবর ২০১৮
bangla news

ট্রেনে কাটা পড়ে সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৫:৫৫:৫৪ এএম
নিহত সুমন জাহিদ। ছবি: সংগৃহীত

নিহত সুমন জাহিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি একাত্তরে পাকবাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ (৫২)। 

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি তিনি ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। তার বাসা রাজধানীর উত্তর শাজাহানপুরে। সকালে খিলগাঁওয়ের বাগিচা রেল গেটে ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইয়াসিন ফারুক। 

নিহতের শ্যালক সারোয়ার আলম বাংলানিউজকে জানান, তার ভগ্নিপতি সুমন জাহিদ বেসরকারি ফারমার্স ব্যাংক লিমিটেডের শান্তিনগর শাখায় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে। 

তার দু’টি ছেলে রয়েছে। বড় ছেলে কলেজে একাদশ শ্রেণিতে পড়ে আর ছোট ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। 

এর আগে সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

** খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এজেডএস/এমএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa