ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভবন থেকে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ভবন থেকে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ঝাউচরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হাবীব হোসেন ওরফে আবির সরোয়ার (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে ঝাউচর লাইফ অ্যান্ড কেয়ার নামে একটি ক্লিনিকের পাশে বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

সে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার রিকশাচালক আবুল খায়ের ও গার্মেন্টস কর্মী আসমা বেগমের ছেলে হাবীব। দুই ভাই-বোনের মধ্যে ছোট সে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দুই প্রতিবেশী সুজন ও ফোরকান বাংলানিউজকে জানান, দুপুরে হাবীব ৭ তলা ভবন থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।