[x]
[x]
ঢাকা, সোমবার, ৩০ আশ্বিন ১৪২৫, ১৫ অক্টোবর ২০১৮
bangla news

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৪:৪২:০৫ এএম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটককৃত ডাকাতরা হলেন- আলী নূর চৌধুরী (২০), সৌরভ খান (১৯), ইমরান মিয়া (৩৬), শান্ত (২০), রতন (১৮) ও মুসা (১৯)।

বুধবার (১৩ মে) দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক লে। কর্নেল আনোয়ার-উজ-জামান বাংলানিউজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি চাপাতি, দু’টি ছুরি, ১১টি করাত ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। চক্রের সদস্যরা দিনের বেলা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। রাতের বেলা ফাঁকা বাড়ি দেখে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতি করতো।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
পিএম/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa