[x]
[x]
ঢাকা, সোমবার, ৩০ আশ্বিন ১৪২৫, ১৫ অক্টোবর ২০১৮
bangla news

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেপসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৪:০১:০৩ এএম
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সমানে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুইজনই নারী। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার ( ১৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল ইসলাম।

তিনি জানান, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষেধ। দুপুরে একটি অটোরিকশা মহাসড়কে চলছে দেখতে পেয়ে হাইওয়ে পুলিশ অটোরিকশাটিকে তাড়া করে। পুলিশের ধাওয়া খেয়ে যাত্রীবাহী অটোরিকশাটি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই যাত্রী (নারী) নিহত হয়। এ সময় তিন যাত্রী আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর অটোরিকশা চালকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa