[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

পোরশায় ফেনসিডিলসহ আটক ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ৩:১২:২৯ এএম
ফেনসিডিলসহ আটক দুই মাদক বিক্রেতা

ফেনসিডিলসহ আটক দুই মাদক বিক্রেতা

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলা থেকে ২৭৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে উপজেলার শিশা বাজার থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চামাভান্ডা গ্রামের এমদাদুল হকের ছেলে সেলিম সরদার (৩৫) ও নওগাঁ জেলার নিয়ামাতপুর উপজেলার চাপাইডাঙ্গা গ্রামের মাহমুদ মণ্ডলের ছেলে সিদ্দিক মণ্ডল (৩৪)। 

পোরশা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহরিয়ার টিপু বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে সকালে শিশা বাজারে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যানসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি করে ২৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db