ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাঁকা হচ্ছে খুলনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ফাঁকা হচ্ছে খুলনা ফাঁকা হচ্ছে খুলনা, ছবি: বাংলানিউজ

খুলনা: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খুলনা ছাড়তে শুরু করেছেন অস্থায়ী বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৪ জুন) সরকারি-বেসরকারি অফিসের শেষ কর্মদিবস। তাই এদিন সকালে কোনো মতে হাজিরা দিয়েই অনেক মানুষ পরিবার নিয়ে ছুটেছেন গ্রামের দিকে।

অনেকে আবার অফিস শেষ করে সোজা রওনা দেবেন বাস, লঞ্চ বা রেল স্টেশনের দিকে।

নাড়ির টানে গ্রামমুখী মানুষ হওয়ায় ফাঁকা হতে শুরু করেছে কর্মব্যস্ত খুলনার পথ-ঘাট। গ্রামমুখী মানুষের স্রোত এখন রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালের দিকে।

খান জাহান আলী রোডের ইব্রাহীম নামের এক শিক্ষক জানান, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সবাই গ্রামে চলে গেছে। স্ত্রী-সন্তানদের বাড়ি পাঠিয়ে আমি রয়েছে শুধু বাড়ি পাহারা দিতে।

সরেজমিনে দেখা গেছে, মহানগরীর প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। ঘরে ফেরা মানুষেরা ভিড় করছেন বাস ও রেল স্টেশনে।

এদিকে ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মানুষের যান-মালের নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। দিন-রাতে বিশেষ পদ্ধতিতে আবাসিক এলাকা, বিনোদন স্পট ও ব্যস্ততম এলাকায় নজরদারিতে থাকবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।