[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

স্ট্যান্ডিং টিকিটেও দিতে হচ্ছে বাড়তি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ১:৩৮:৩৩ এএম
ঈদে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষজন/ছবি: শোয়েব মিথুন

ঈদে শেষ মুহূর্তে বাড়ি ফিরছে মানুষজন/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুন) সকাল থেকে কমলাপুরে হাজারও ঘরমুখো মানুষের ঢল। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগে থেকে যারা টিকিট কাটেননি তাদের জন্য রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট বিক্রির ব্যবস্থা রয়েছে।

কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ৫০ জন  কেটে রাখেননি এমন মানুষজনও এসেছেন স্টেশনে। স্বজনদের সঙ্গে ঈদ করতে হবে এ শক্তি মনে সঞ্চয় করে অনেকে টিকিট ছাড়াই কমলাপুরে। সড়কে যানজট আর ভোগান্তির ভয়ে ট্রেনই নিরাপদ মনে করছেন যাত্রীরা।

কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে ৬৫ থেকে ৭০ জন টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) ভ্রাম্যমাণ টিকিট বিক্রি করছেন। কমলাপুর স্টেশনের প্রবেশ পথেই এরা দাঁড়িয়ে আছেন। বিনা টিকিটের যাত্রীদের কাছে এরা টিকিট বিক্রি করছেন।

প্রথমে যাত্রীদের চেক করা হচ্ছে টিকিট না থাকলে ভ্রাম্যমাণ টিকিট বিক্রি করা হচ্ছে। এসব টিকিটে ট্রেনের নাম ও আসনের কথা উল্লেখ নেই।

নীলসাগর এক্সপ্রেসের যাত্রী রিপন হোসেন। গন্তব্য নীলফামারী।  পুরান ঢাকায় গাড়ির গ্যারেজে কাজ করেন তিনি। ছুটি পেয়ে সরাসরি কমলাপুরে এসেছেন। সঙ্গে নেই অগ্রিম টিকিট, তারপরও কিছুএকটা ব্যবস্থা হবে এমন আশা নিয়ে কমলাপুরে এসেছেন।

রিপন বলেন, ঈদে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। বস হঠাৎ করে ছুটি দিয়েছেন, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কমলাপুরে এসেছি।

তবে এসব মানুষকে নিরাশ করছে না কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে মিলছে ভ্রাম্যমাণ টিকিট। ৫০ টাকা বাড়তি দিয়েই এই টিকিট পাওয়া যাচ্ছে। তবে ভ্রাম্যমাণ টিকিট মানে দাঁড়িয়ে ভ্রমণ করতে হবে।

ঢাকা থেকে নীলফামারী শোভন চেয়ারের ভাড়া ৫০৫ টাকা, দিতে হচ্ছে ৫৫৫ টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ১১৫ টাকা, কিন্তু যাত্রীদের আরও ৫০ টাকা বাড়তি ভাড়া দিতে হবে।

কমলাপুরের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খাঁন বলেন, কেউ যাতে বিনা টিকিটে ভ্রমণ না করে সেজন্য তাদের কাছে ভ্রাম্যমাণ টিকিট বিক্রি করা হচ্ছে। সব সময় এ টিকিটে ৫০ টাকা বাড়তি। এটা সরকারি নিয়ম।

ভ্রাম্যমাণ টিকিটের যাত্রীরা অনেকে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন।

কমলপুর থেকে বাড়তি ভাড়া দিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন সাইদুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, টিকিট কাটছি, কিন্তু কোনো সিট নাই, তাই ছাদে বাড়ি যাচ্ছি। ১১৫ টাকার টিকিট ১৬৫ টাকা দিয়েছি সিরাজগঞ্জে যাওয়ার জন্য। ছাদে অনেক কষ্ট তারপরও বাবা-মার সঙ্গে ঈদ করবো এতেই শান্তি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমআইএস/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন ঈদে বাড়ি ফেরা ঈদ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache