ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় বন্যার পানির স্রোতে চা শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
কুলাউড়ায় বন্যার পানির স্রোতে চা শ্রমিক নিখোঁজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢল ও মনু নদের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানির স্রোতে প্রদীপ মালাহা (৩০) নামে এক চা শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

বুধবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ প্রদীপ একই ইউনিয়নের লংলা চা বাগানের শ্রমিক শ্রী ধনী মালাহার ছেলে।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মালিক বাংলানিউজকে জানান, প্রদীপ নতুন বাজার থেকে সন্ধ্যার পর বাড়ি ফিরছিল। এসময় বন্যার পানির প্রবল স্রোত তাকে মনু নদে ভাসিয়ে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।

কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান উত্তম কুমার সিংহ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করে তাকে পাইনি। রাত হয়ে যাওয়ায় বন্যার পানিতে তাকে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। তাই আমরা আজকের মতো উদ্ধার তৎপরতা বন্ধ রেখেছি।  

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।