ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে মাজেদুল হক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাজেদুল রাজধানীর রায়েরবাগ এলাকার আব্দুল হকের ছেলে। গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন তিনি।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে লালকুঠি চাঁদপুর ঘাট থেকে একটি ডিংঙ্গী নৌকা ছয় জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাওয়ার সময় মাঝপথেই নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা পাঁচ যাত্রী সাঁতরিয়ে উঠে এলেও মাজেদুল নিখোঁজ হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।