[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

মাগুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৩ ১০:৫২:৪০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মাগুরায়: মাগুরায় অর্থি বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুন) বিকেলে শহরের কেশব মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত অর্থি শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অদিত্য বিশ্বাসের মেয়ে। সে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো।

এ বিষয়ে নিহতের মা অনুরাধা বিশ্বাস বাংলানিউজকে জানান, ‘মেয়েকে বাসায় রেখে শহরে ওষুধ কিনতে যাই। পরে বাসায় ফিরে এসে অনেক ডাকাডাকির করি। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখি অর্থি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে মেয়েকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তবে আত্মহত্যার প্রকৃত কারণ কেউ জানাতে পারেনি।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache