ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটালো ‘নয়নতারা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটালো ‘নয়নতারা’ পথশিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করছে ‘নয়নতারা’। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নিজেদের জমানো অর্থ দিয়ে কেনা ঈদের নতুন জামাকাপড় দিয়ে নেত্রকোনায় ৫০ পথশিশুর মুখে হাসি ফুটিয়েছে ‘নয়নতারা’ নামে এক শিশু সংগঠন।

বুধবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের অজহর রুটের উদীচী কার্যালয়ে পথশিশুদের মধ্যে এসব জামাকাপড় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, কবি সরোজ মোস্তফা, আব্দুর রাজ্জাকসহ সংগঠনের উদ্যোক্তারা।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসপি জয়দেব চৌধুরী জানান, গরীব অসহায় মানুষের জন্য কিছু করাটা নিঃসন্দেহে মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।  

বক্তব্য শেষে এমন ভালো কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেকে শরীক করে নিতে নিজের পক্ষ থেকে ওই ৫০ পথশিশুর প্রত্যেকের হাতে ১০০ টাকার তিনটি করে মোট ১৫ হাজার টাকার নতুন নোট বিতরণ করেন এসপি জয়দেব চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ