[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

শাহজাদপুরে ভিজিএফ’র চালসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৩ ৮:৪৯:৩৭ এএম
আটক হওয়া ব্যক্তিরা

আটক হওয়া ব্যক্তিরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৫০ বস্তা ভিজিএফ’র চালসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) রাত ৩টার দিকে উপজেলার পোরজনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (১৩ জুন) সকালে জব্দকৃত চালগুলো শাহজাদপুর থানায় আনা হয়।

আটকরা হলেন- মোহাম্মদ আলী, কাশিনাথ হালদার, আব্দুল করিম, আবুল কালাম, হুরুব আলী ও ফারুক হোসেন। আটকরা সবাই দিনমজুর বলে জানিয়েছে পুলিশ। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু খাজা মোহাম্মদ গোলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ বস্তা চালসহ ওই ছয় জনকে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে দুই জন ডিলার ও ক্রেতা রয়েছে। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   চাল চাল নিয়ে চালবাজি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache