[x]
[x]
ঢাকা, বুধবার, ২৯ কার্তিক ১৪২৫, ১৪ নভেম্বর ২০১৮
bangla news

নাগেশ্বরীতে ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৩ ৬:৫০:৫৫ এএম
ফেনসিডিলসহ আটক দুই মাদক বিক্রেতা, ছবি: বাংলানিউজ

ফেনসিডিলসহ আটক দুই মাদক বিক্রেতা, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটক মাদক বিক্রেতারা হলেন- মফিজুল ইসলাম (৪০) ও মাহাবুর রহমান (৩৮) 

বুধবার (১৩ জুন) দুপুরে আটকদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্র জানা যায়, সকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল উপজেলার রামখানা ইউনিয়নর পূর্ব রামখানায় অভিযান চালিয়ে ২০৩ বোতল ফেনসিডিলসহ মফিজুল ইসলাম ও মাহাবুর রহমানকে আটক করা হয়।

মফিজুল ইসলাম উপজেলার মধ্য কুমারপুর বড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও মাহাবুর রহমান একই এলাকার তাহের আলীর ছেলে।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এফইএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache