ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় দু’পক্ষ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

খুলনা: খুলনায় তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পরে সংঘর্ষে শনিবার কমপক্ষে ১৫ জন হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



তেরখাদা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পূর্ব শত্র“তার জের ধরে সকাল নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২ টার দিকে তেরখাদা গ্রামের শফিকুল ইসলাম (২৬), মিজানুর রহমান (৩৫) লিয়াকত ফারাজী (২৬) ও বুলু মোল্লাকে (৪৭) হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের শরীরে অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।