ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উখিয়ায় পাহাড় ধসে ৪ রোহিঙ্গা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
উখিয়ায় পাহাড় ধসে ৪ রোহিঙ্গা আহত পাহাড় ধসের ঘটনায় ৪ রোহিঙ্গা আহত হন

কক্সবাজার: পাঁচদিনের টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ জুন) বেলা ১১টায় উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন ডি-২ ব্লকের বাসিন্দা আলী আজগরে স্ত্রী মরিয়ম খাতুন (৪৫), মো. ইব্রাহীমের স্ত্রী সমুদা খাতুন, মো. শাকের আলমের স্ত্রী, রোকেয়া (২৫) ও তার ৩ বছরের শিশু উম্মে হাবিবা।

আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ডি-২ ব্লকের মাঝি জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, পাহাড়ের পাদদেশে তিনটি রোহিঙ্গা পরিবার বসবাস করতো। অতিবৃষ্টিতে পাহাড় ধসে তাদের শেল্টার হোমের উপর পড়ে। এতে ৪ জন আহত হয়েছেন। দু’টি রোহিঙ্গা পরিবারের উপর বড় একটি পাহাড়ের অংশ ধসে পড়ে ৪ জন আহত হন।

তবে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বেসরকারি স্বেচ্ছসেবকরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ শেফায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ওই ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে যারা বসবাস করছেন তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
টিটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।